ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিরো টু ইনফিনিটি নিউরোচ্যালেঞ্জ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৭, সেপ্টেম্বর ১৩, ২০১৪
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিরো টু ইনফিনিটি নিউরোচ্যালেঞ্জ

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের  দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দেশের শীর্ষ বিজ্ঞান সাময়িকী 'জিরো টু ইনফিনিটি' আয়োজিত কুইজ প্রতিযোগিতা 'জিরো টু ইনফিনিটি নিউরোচ্যালেঞ্জ'। নিউট্রিনো এসিসি সায়েন্স ক্লাবের সহযোগিতায় কুইজ প্রতিযোগিতাটি আয়োজন করে জিরো টু ইনফিনিটি ক্যাম্পাস অ্যাম্বাসেডর সাকিব রেজা।



আগামী সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের  অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন মাসিক জিরো টু ইনফিনিটির সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ। বিজয়ীরা পুরস্কারের পাশাপাশি প্রতিযোগিতার জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।

উল্লেখ্য, সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিউরোচ্যালেঞ্জ কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে জিরো টু ইনফিনিটি । গত ৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়াস্থ বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নিউরোচ্যালেঞ্জের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

শীঘ্রই নটরডেম কলেজ সহ দেশব্যাপী মোট ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ জন করে বিজয়ী মোট ১০০০ জন শিক্ষার্থীকে নিয়ে জিরো টু ইনফিনিটি নিউরোচ্যালেঞ্জের ন্যাশানাল রাউন্ড অনুষ্ঠিত হবে। ন্যাশানাল রাউন্ডে বিজয়ীরা দেশ সেরা বিউটিফুল মাইন্ডসের স্বীকৃতি পাবে।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ