ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শেষ হলো ‘আসুস উইক’ প্রদর্শনী

‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, সেপ্টেম্বর ১৫, ২০১৪
শেষ হলো ‘আসুস উইক’ প্রদর্শনী

ঢাকার আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটির আইডিবি ভবনে ৮ দিনব্যাপী ‘আসুস উইক’ প্রদর্শনী শেষ হয়েছে। গত ৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী সোমবার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়।



প্রদর্শনীতে যারা আসুস নোটবুক ক্রয় করেন তাদের মধ্য থেকে ৩ জন ভাগ্যবান ক্রেতা ‘স্ক্র্যাচ এন্ড উইন’ অফারের আওতায় পুরস্কার হিসেবে লাভ করেন আসুসের ফোনপ্যাড-৭ ট্যাবলেট পিসি।

গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্, গ্লোবাল ব্র্যান্ডের আইডিবি শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান, আসুসের কান্ট্রি পণ্য ব্যবস্থাপক মোহাম্মাদ আল ফুয়াদ, আসুস চ্যানেল সেলস ম্যানেজার কাজী মেহেদী হাসান, আসুস ন্যাশনাল সেলস ম্যানেজার জিয়াউর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ