ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নভেম্বরের শুরুতে ভারতে এইচটিচি ডিজায়ার ৮২০

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, সেপ্টেম্বর ২৪, ২০১৪
নভেম্বরের শুরুতে ভারতে এইচটিচি ডিজায়ার ৮২০

ঢাকা: ভারতের বাজারে ডিজায়ার ৮১৬ এর সাফল্যের পর এবার ডিজায়ার ৮২০ ছাড়ার কথা জানিয়েছে তাইওয়ান ভিত্তিক হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচটিসি। সম্প্রতি বার্লিনে আইএফএ মেলায় হ্যান্ডসেটটি উন্মুক্ত করা হয়।



হ্যান্ডসেটটিতে অত্যাধুনিক ৬৪ বিট আর্কিটেকচার বেইসড চিপসেট ব্যবহার করা হয়েছে, যা অ্যান্ড্রয়েডের ইতিহাসে প্রথম।

৫.৫ ইঞ্চি পর্দার হ্যান্ডসটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে কিটকেটের ৪.৪ ভার্সন। ২ জিবি ৠাম সমৃদ্ধ হ্যান্ডসেটটির ধারণক্ষমতা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরার হ্যান্ডসেটটির ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। আর ব্যাটারির ধারণক্ষমতা দুই হাজার ৬শ’ এমএএইচ।

তবে হ্যান্ডসেটটির মূল্য কত হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ