ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্য জানার অধিকার দিবসে জয়পুরহাটে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, সেপ্টেম্বর ২৮, ২০১৪
তথ্য জানার অধিকার দিবসে জয়পুরহাটে র‌্যালি

জয়পুরহাট: আন্তর্জাতিক তথ্য অধিকার জানার অধিকার দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়।

এসময় সেখানে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন।

তথ্য জানার অধিকার নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতিন কুমার কুন্ডু, জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, সরকারি কৌশলী অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী, জেলা এনজিও ফোরামের সভাপতি অপূর্ব কুমার সরকার, আওয়ামী লীগ নেতা রাজা চৌধুরী প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিকার দিবসের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ