ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪০ শতাংশ দ্রুত চার্জ দেবে এইচটিসি র‌্যাপিড চার্জার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, নভেম্বর ৩, ২০১৪
৪০ শতাংশ দ্রুত চার্জ দেবে এইচটিসি র‌্যাপিড চার্জার

ঢাকা: পুরোপুরি চার্জ দেওয়া নিশ্চিত করতে অনেকে সারারাত ধরে প্রিয় হ্যান্ডসেটটিতে চার্জার লাগিয়ে রাখেন। কতো সময় নিয়ে ১০০ শতাংশ চার্জ হবে অনেকে তা জানেন না বিধায় রাতভর চার্জার লাগিয়ে রাখেন।

তারওপর সারাদিন ব্যবহারের ফলে দ্রুত চার্জ ফুরিয়ে গেলে জরুরি মুহূর্তেও ঝামেলায় পড়তে হয়। দৌঁড়ের ওপর থেকেও হ্যান্ডসেট চার্জে দিতে গেলে স্থবির বসে থাকতে হয়।

এসব সমস্যার সমাধান নিয়ে এসেছে তাইওয়ান ভিত্তিক হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচটিসি। র‌্যাপিড চার্জার ২.০ নামে একটি নতুন ধরনের চার্জার তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে হ্যান্ডসেট চার্জে ৪০ শতাংশ সময় বাঁচবে বলে দাবি প্রতিষ্ঠানটির।

এইটিসি জানায়, র‌্যাপিড চার্জার ২.০ এর মাধ্যমে স্ট্যান্ডার্ড ইউএসবি অ্যাডাপ্টারের চেয়ে ৪০ শতাংশ দ্রুত সময়ে চার্জ দেওয়া যাবে। তবে, আপাতত এইচটিসির নিজস্ব হ্যান্ডসেট ওয়ান এম৮, ওয়ান এম৮ হারমন কার্বন এডিশন, ওয়ান ই৮, ওয়ান রিমিক্স এবং ডিজায়ার আই-এ হ্যান্ডসেটগুলো নতুন চার্জারের মাধ্যমে দ্রুত চার্জিংয়ের সুবিধার ‍আওতায় ‍আসবে।

ঠিক কবে নাগাদ এ চার্জার পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানায়নি এইচটিসি। এছাড়া, ধারণা পাওয়া যায়নি এর মূল্য সম্পর্কেও। তবে, শিগগিরই প্রযুক্তিপ্রেমীরা এ বিষয়ে জানতে পারবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ