ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এসকেপ বাংলাদেশ’র ওয়ার্ল্ড কোয়ালিটি কমিটমেন্ট অ্যাওয়ার্ড লাভ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, নভেম্বর ৩, ২০১৪
এসকেপ বাংলাদেশ’র ওয়ার্ল্ড কোয়ালিটি কমিটমেন্ট অ্যাওয়ার্ড লাভ ছবি: সংগৃহীত

প্রযুক্তি, উদ্ভাবন, নেতৃত্ব এবং ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গোল্ড ক্যাটাগরিতে ওয়ার্ল্ড কোয়ালিটি কমিটমেন্ট ইন্টারন্যাশনাল স্টার পুরস্কার পেয়েছে এসকেপ বাংলাদেশ লিমিটেড।

ফ্রান্সের রাজধানী প্যারিসের ইন্টারন্যাশনাল কোয়ালিটি কনভেনশনে আন্তর্জাতিক কোয়ালিটি অ্যাওয়ার্ড ২০১৪ এর আয়োজন করা হয়।



বিজনেস ইনিশিয়েটিভ ডিরেকশন বিআইডির প্রেসিডেন্ট জোসে ই প্রিয়েটুর কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন এসকেপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও সিইও এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ।

আয়োজক সুত্র জানান, প্রযুক্তি, উদ্ভাবন, ব্যবসা, শিল্পোৎপাদন ও সেবা খাতে শীর্ষস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রতিশ্রুতি বজায় রাখার স্বীকৃতিস্বরূপ ওয়ার্ল্ড কোয়ালিটি কমিটমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এর আগে ২০১১ সালে বাংলাদেশ থেকে একই ক্যাটাগরিতে এ পুরস্কারটি পান বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ