ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতে হোয়াটস অ্যাপ ব্যবহারকারী ৭ কোটি ছাড়িয়েছে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, নভেম্বর ৩, ২০১৪
ভারতে হোয়াটস অ্যাপ ব্যবহারকারী ৭ কোটি ছাড়িয়েছে

ঢাকা: মোবাইল ম্যাসেঞ্জার সার্ভিস হোয়াটস ‍অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ভারতে বেড়েই চলেছে। দেশটির সাত কোটির বেশি মানুষ বর্তমানে অ্যাপটি ব্যবহার করছেন বলে জানিয়েছেন হোয়াটস অ্যাপের ব্যবসায়িক প্রধান নিরাজ অরোরা।



হোয়াটস অ্যাপ ব্যবহারে ভারত দশম স্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাসে অন্তত একবার হোয়াটস অ্যাপ ব্যবহার করেছেন ভারতে এরকম ব্যবহারকারীর সংখ্যা সাত কোটি ছাড়িয়েছে।

বর্তমানে বিশ্বের ৬০ কোটির বেশি মানুষ হোয়াটস অ্যাপ ব্যবহার করেন।

অরোরা আরো বলেন, তিন বছর আগে যখন হোয়াটস অ্যাপে যোগ দেই তখন বিশ্বব্যাপী এর ব্যবহারকারী ছিল মাত্র ত্রিশ লাখ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৯ বিলিয়ন ডলারের বিনিময়ে হোয়াটস অ্যাপকে কিনে নেয় ফেসবুক। এর পর থেকেই হোয়াটস অ্যাপের ব্যবহারকারী বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ