ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রিয়শপ ডটকমে উইন্টার কালেকশন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, নভেম্বর ২৪, ২০১৪
প্রিয়শপ ডটকমে উইন্টার কালেকশন

প্রকৃতির পালাবদলে এসে হাজির শীতের আমেজ। ফ্যাশন সচেতনদের মাঝেও শুরু হয়েছে পোশাক নিয়ে ভাবনা।

আর সেই ভাবনাকে সরিয়ে ফেলতে শীতের পোশাকে নানা বিবর্তন ও বৈচিত্রতা নিয়ে সেজেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট প্রিয়শপ ডটকম (PriyoShop.com)। উইন্টার কালেকশনে প্রিয়শপ’এ যুক্ত হয়েছে আকর্ষনীয় ডিজাইনের জ্যাকেট, হুডি, সোয়েটার ও পুলওভার। আর এসব পণ্য ক্রয়েও থাকছে বিশেষ ছাড় ও উপহার।

শীতের ফুল-স্লিভ পোশাকের মধ্যে হুডি বেশ জনপ্রিয়। এখানে বিভিন্ন রঙের ও ডিজাইনের হুডি পোশাক পাওয়া যাচ্ছে ৫’শ থেকে ৯’শ টাকায়। এসব পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে।

ফুল-স্লিভ পোলো টি-শার্ট পাওয়া যাচ্ছে ২৫ শতাংশ ছাড়ে ৪০০ থেকে ৫০০ টাকায় এবং ৪৩ শতাংশ ছাড়ে ৩৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মেয়েদের আকর্ষনীয় জ্যাকেট। এছাড়া আকর্ষনীয় দাম ও ছাড়ে মেয়েদের কার্ডিগান, চাঁদর, ছেলেদের শার্ট, জাম্পার, সুইটশার্টসহ নানা পোশাক।

প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন জানান, ঋতুর সঙ্গে তাল মিলিয়ে পোশাক এনেছে প্রিয়শপ ডটকম। এসব পোশাকে বাঙ্গালীয়ানা ও পাশ্চাত্য ডিজাইনের প্রাধান্য দেওয়া হয়েছে।

যানজট ও ব্যস্ত সময়ের মধ্যে বাজারে না গিয়েই ক্রেতারা এখানে রুচি ও সাধ্যের মধ্যে পেয়ে যাবেন শীতকালীন বিভিন্ন পোশাক।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ