ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোন নিয়ে এল মোবাইল ব্রাউজার ‘অপেরা মিনি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, এপ্রিল ৬, ২০১১
গ্রামীণফোন নিয়ে এল মোবাইল ব্রাউজার ‘অপেরা মিনি’

ঢাকা : ‘অপেরা মিনি’ নামে ওয়েব মোবাইল ব্রাউজারের বিশেষ সংস্করণ চালু করেছে গ্রামীণফোন।

৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে এ ব্রাউজারের কৌশলগত পরিচিতি তুলে ধরা হয়।



এ সম্মেলনে জানানো হয়, তিন হাজারেরও বেশি ভিন্ন ধরনের হ্যান্ডসেটে এ ওয়েব ব্রাউজার ব্যবহার করা যাবে।

এটি ওয়েব পেইজের আকার শতকরা ৯০ ভাগ পর্যন্ত ছোট করে দেখা সম্ভব। এল ফলে ওয়েব ব্রাউজিংয়ের গতি বাড়বে। সঙ্গে কমবে খরচ।

সম্মেলনে গ্রামীণফোন এবং ব্রাউজার নির্র্মাতা প্রতিষ্ঠান অপেরার পক্ষ থেকে যৌথভাবে অপেরা মিনির উদ্বোধন ঘোষণা করা হয়।

গ্রামীণফোনের প্রধান মার্কেটিং কর্মকর্তা এরিল্ড কাল ব্রাউজারটি ডাউনলোড করে ইন্টারনেটের বিশ্ব উপভোগ করার জন্য গ্রাহকদের আহ্বান জানান।

অপেরা মিনি ডাউনলোড করলে গ্রামীণফোন ব্যবহারকারীরা বিনামূল্যে এক সপ্তাহের ডেটা সার্ভিস উপভোগ করতে পারবেন।

অপেরার ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশনস) টরে অডল্যান্ডও এ সম্মেলনে বক্তব্য রাখেন।

অপেরা মিনির এ বিশেষ সংস্করণ উপভোগ করতে Opera লিখে ৫০০০ নম্বরে এসএমএস করতে হবে।

বাংলাদেশ সময় ১৭০০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ