ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাইক্রোম্যাক্সের ডুয়াল সিম হ্যান্ডসেট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, জুন ১৯, ২০১১
মাইক্রোম্যাক্সের ডুয়াল সিম হ্যান্ডসেট

ভারতের শীর্ষস্থানীয় মোবাইল ফোন নির্মাতা মাইক্রোম্যাক্স দেশের বাজারে নতুন এনেছে ‘এক্স ৩৯৫’ মডেল। এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।



এ মডেলের বৈশিষ্ট্য হচ্ছে ডুয়াল সিম, ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা, মাল্টি ফরম্যাট মিউজিক প্লেয়ার, এফএম রেডিও এবং সাউন্ড রেকর্ডার।

এ মডেলের ২.৪ ইঞ্ছি ২৬০কে এলসিডি স্ক্রিনের রেজ্যুলেশন ২৪০ বাই ৩২০ পিক্সেল।

এ মডেলের প্রধান আকর্ষণ এর মোশন সেন্সর সুবিধা। এর মাধ্যমে তিনটি ভিন্নধর্মী কাজ সম্পাদন করা যায়। কথা বলার সময় ফোনটি একবার ঝাকালেই অন্য সিমে কথা বলা যায়।

আর যদি ইনকামিং কলের সময়ে রিংটোন বন্ধ করতে হয় বা সাইলেন্ট মুডে নিয়ে যেতে ফোনটিকে একবার উল্টো নিলেই হবে। আর গান শোনার সময়ে ডানদিকে বা বামদিকে ঝাকালেই ভোক্তারা শুনতে পারবেন পরের গান।

মাইক্রোম্যাক্স এক্স৩৯৫ মডেলের মেমোরি ৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এর ৮০০এমএএইচ ব্যাটারি  এবং ব্লুটুথ এ সেটটিকে আরও উপভোগ্য করে তুলবে।

এ মুহূর্তে দাম ৪ হাজার ২৫০ টাকা। বাংলাদেশের সর্বত্রই এ মডেলটি পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২১২১ ঘণ্টা, জুন ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ