ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২০১৫ সালে ১৮৩০ কোটি মোবাইল অ্যাপলিকেশন!

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, জুলাই ৬, ২০১১
২০১৫ সালে ১৮৩০ কোটি মোবাইল অ্যাপলিকেশন!

স্মার্টফোন, আইপ্যাড আর আইফোনের উত্তাপে পুরো ডিজিটাল বিশ্বই এখন উন্মাদনার স্রোতে ভাসমান।

এ উত্তাপে সবচেয়ে বেশি ইন্ধন যোগাচ্ছে মোবাইল ফোনভিত্তিক অ্যাপলিকেশন।

সূত্র এ তথ্য জানিয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে, আগামী ২০১৫ সালে মধ্যে বিশ্বব্যাপী মোবাইল ফোনকেন্দ্রিক অ্যাপলিকশনের সংখ্যা ১ হাজার ৮৩০ কোটি ছাড়িয়ে যাবে।

একে একে সব কিছুই যেভাবে ইন্টারনেট আর খুদে প্রযুক্তিপণ্যের আদলে চলে আসছে তাতে স্মার্টফোনই হবে সব কিছুর ধারক আর বাহক।

বিশ্বের সব খ্যাতনামা প্রযুক্তিপণ্য নির্মাতাই এখন অভিনব সব মোবাইল ফোনকেন্দ্রিক অ্যাপলিকেশন তৈরিতে বিপুল অর্থ বিনিয়োগ করছেন। এ খাতে এ যাবৎকালের সব ধরনের বিনিয়োগই ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে।

এ মুহূর্তে তাই স্মার্টফোনকেন্দ্রিক অ্যাপলিকেশন উদ্ভাবনের জোয়ারে সব রেকর্ডই হার মানছে। ২০১৫ সালের রেকর্ডটি তাই মোবাইল অ্যাপলিকেশনের জন্যই নির্ধারিত হচ্ছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

বাংলাদেশ সময় ২১৫৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ