ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৮ ঘণ্টা ব্যাকআপে নোটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, অক্টোবর ৮, ২০১১
৮ ঘণ্টা ব্যাকআপে নোটবুক

অ্যাসার অ্যাস্পায়ার টাইম লাইন এক্স ৪৮২০টিজি নোটবুক এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৪ ইঞ্চি এলইডি।

ইটিএল সূত্র এ তথ্য জানিয়েছে।

কমপিউটিং চাহিদা পূরণে এ পণ্যটি সর্বাধুনিক। এ মডেলে আছে কোরআই৩ প্রসেসর (২.৫৩ গিগাহার্টজ এবং ৩ এমবি ক্যাস মেমোরি), ৩ জিবি ডিডিআর৩ র‌্যাম। প্রকৃত উইন্ডোজ৭ হোম প্রিমিয়ামসহ এ নোটবুকের ৩৪০ জিবি হার্ড ড্রাইভ পাওয়া যাবে।

এ মডেলের বৈশিষ্ট্য ৮ ঘণ্টারও বেশি ব্যাটারি লাইফ। ভোক্তাদের শৈল্পিক অভিজ্ঞতায় আছে এটিআই রেডন এইচডি ৫১২ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স।

আরও আছে ১৪ ইঞ্চি এলইডি এইচডি পর্দা, ডলবি হোম থিয়েটার অডিও সিস্টেম, ডিভিডি রাইটার, ল্যানকার্ড, ওয়াইফাই, ব্লুটুথ, কার্ড রিডার, ওয়েবক্যামসহ আরও অনেক কিছু।

এ মুহূর্তে দাম ৫৪ হাজার ৮০০ টাকা। সঙ্গে আছে পুরো এক বছরের বিক্রয়োত্তর সেবা এবং ব্র্যান্ডের ক্যারিং ব্যাগ। অনুসন্ধানে: ইটিএল। হ্যালো: ০১৯১৯ ২২২ ২২২।

বাংলাদেশ সময় ২১২৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ