ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জোলি আর জাতিসংঘের বিশেষ দূত নন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
জোলি আর জাতিসংঘের বিশেষ দূত নন

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দূত পদ থেকে সরে দাঁড়িয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ২০ বছরের বেশি সময় তিনি এ পদে দায়িত্ব পালন করেছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) বিবিসি তাদের প্রতিবেদনে এ খবর জানায়। এতে বলা হয়, জোলি আর জাতিসংঘের বিশেষ দূত নন। অস্কারজয়ী এ অভিনেত্রী তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

দূত হিসেবে সরে দাঁড়ালেও আন্তর্জাতিক সংস্থাটির কিছু কর্মসূচিতে তিনি কাজ করবেন। ৪৭ বছর বয়সী জোলি বলেন, আগামীতে আমি শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়াতে সব প্রচেষ্টা চালিয়ে যাবো। এখন আমার ভিন্নভাবে কাজের সময় এসেছে। ২০ বছর জাতিসংঘের সঙ্গে কাজ করার পর তা-ই মনে হচ্ছে আমার।

ইউএনএইচসিআর বলেছে, সবচেয়ে প্রভাবশালী শরণার্থী অধিকার আইনজীবীদের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলি অন্যতম।

উল্লেখ্য, ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি দুদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন জলি। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে তিনি কক্সবাজার সফর করেন।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।