ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়েতে বরকে উপহার দেওয়া হলো বুলডোজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
বিয়েতে বরকে উপহার দেওয়া হলো বুলডোজার

মোটরসাইকেল বা চার চাকার গাড়ি নয়। বিয়েতে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে বুলডোজার।

শুনতে অবাক লাগলেও, এমনটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

উত্তরপ্রদেশের হামিরপুরের বাসিন্দা যোগেন্দ্র প্রজাপতি। তিনি ভারতীয় নৌ-বাহিনীতে কর্মরত আছেন। তার বিয়েতে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বুলডোজার উপহার দেওয়া হয়েছে। অভিনব এই উপহার পেয়ে খুশি ওই যুবক।

যোগেন্দ্র প্রজাপতি বলেন, ‘বিয়েতে শ্বশুর আমাকে বুলডোজার উপহার দিয়েছেন। এটা কাজে লাগবে। এর সাহায্যে কর্মসংস্থান হবে। গাড়ি দিলে তেমনটা হত না। ’

তার শ্বশুর জানান, বুলডোজারের সাহায্যে টাকা আয় করতে পারবেন তার মেয়ে।

এদিকে উপহার পাওয়া বুলডোজারের ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে দেখা গেছে, বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছে বুলডোজারটি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।