ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অবশেষে ইউক্রেন অভিযানকে ‘যুদ্ধ’ বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
অবশেষে ইউক্রেন অভিযানকে ‘যুদ্ধ’ বললেন পুতিন

ইউক্রেনে চলমান সামরিক অভিযানকে জনসম্মুখে ‘যুদ্ধ’ বলে অবহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে মস্কোর আক্রমণের ১০ মাসের মাথায় প্রথমবারের মতো এই শব্দ উচ্চারণ করলেন রুশ প্রেসিডেন্ট।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) যুব নীতির ওপর স্টেট কাউন্সিলের বৈঠকে যোগ দেন পুতিন।

বৈঠক শেষে মস্কোতে তিনি সাংবাদিকদের বলেন, সামরিক সংঘাত বাড়ানো আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য এই যুদ্ধের অবসান ঘটানো।

এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে তাদের প্রাথমিক মূল্যায়নে বলেছেন, ‘পুতিনের মন্তব্য ইচ্ছাকৃত ছিল না। সম্ভবত কথায় কথায় বলে ফেলেছেন। তবে, কর্মকর্তারা আগামী দিনে ক্রেমলিন এ বিষয়ে কী কী বলে তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন। ’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রবেশ করে রাশিয়া। শুরুতে পুতিন তার আক্রমণ বর্ণনা করতে গিয়ে ‘বিশেষ সামরিক অভিযান’ শিরোনাম ব্যবহার করেছিলেন। রুশ আগ্রাসনে দেশটির হাজার হাজার মানুষ নিহত হন। এমনও আছে যেখানে পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। ধ্বংস হয়েছে অসংখ্য অবকাঠামো।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।