ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমা হাইব্রিড যুদ্ধ মোকাবিলায় পুতিনের নতুন পররাষ্ট্রনীতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
পশ্চিমা হাইব্রিড যুদ্ধ মোকাবিলায় পুতিনের নতুন পররাষ্ট্রনীতি

পশ্চিমা হাইব্রিড যুদ্ধ মোকাবিলায় রাশিয়ার নতুন পররাষ্ট্রনীতি অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ গণমাধ্যম জানিয়েছে, ইউক্রেন সংঘাতের মাধ্যমে পশ্চিমা শক্তিগুলো রাশিয়াকে খাটো করার চেষ্টা চালাচ্ছে।

বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে পুতিন নতুন পররাষ্ট্রনীতি অনুমোদন করেছেন।

এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বড় রকমের পরিবর্তনের ফলে রাশিয়ার পররাষ্ট্রনীতিতে মৌলিক পরিবর্তন আনা হচ্ছে।

নতুন পররাষ্ট্রনীতি সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, রাশিয়ার দৃষ্টিভঙ্গি হচ্ছে, পশ্চিমা শক্তিকে রাশিয়া বাস্তব হুমকি মনে করে।

এর আগে রাশিয়া ২০১৬ সালে পররাষ্ট্র নীতি ঘোষণা করেছিল। সে সময় সন্ত্রাসবাদ বিরোধী লড়াই, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক অঙ্গনে রাশিয়ার উপস্থিতি এবং রুশ জাতির সার্বভৌমত্ব রক্ষা করা ছিল রাশিয়ার পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য।

এবারের নীতির মূল লক্ষ্য হলো- মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য বন্ধুত্বহীন দেশগুলোর বিশ্বব্যাপী আধিপত্য দূর করতে চায় রাশিয়ান ফেডারেশন।

সূত্র: মস্কো টাইমস

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।