ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ জুন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ জুন

সৌদি আরবের সুপ্রিম কোর্ট সোমবার ঘোষণা দিয়েছে, সে দেশে সোমবার (১৯ জুন) হবে পবিত্র জিলহজ মাসের প্রথম দিন। রোববার (১৮ জুন) দেশটিতে নতুন মাসের চাঁদ দেখা গেছে।

এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, চাঁদ দেখার হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে জিলহজ মাসের দশম দিন ২৮ জুন (বুধবার)। আগের দিন ২৭ জুন হবে আরাফাতের দিন।  গালফ নিউজ

এদিকে ওমানও জানিয়েছে, তাদের ঈদুল আজহা কবে। দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ২৮ জুন (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে। হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।  

আরেক খবরে গালফ নিউজ জানিয়েছে, ইন্দোনেশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, চাঁদ দেখা যায়নি। দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৯ জুন।

রোববার মালয়েশিয়া নিশ্চিত করেছে, সে দেশের মুসলিমরা আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।

ব্রুনেইয়ের আকাশেও রোববার চাঁদ দেখা যায়নি। ২৯ জুন দেশের মুসলিমরা ঈদ উদযাপন করবেন।  

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।