ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত ব্রিটিশ তরুণ নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত ব্রিটিশ তরুণ নিহত

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত এক ব্রিটিশ তরুণ হামাসের হামলায় নিহত হয়েছেন বলে তার পরিবার জানিয়েছে। খবর বিবিসি।

ওই তরুণের নাম নাথানেল ইয়ং। তার বয়স ২০ বছর। ইসরায়েলি ডিফেন্স বাহিনীর হয়ে গাজা সীমান্তে কাজ করতেন তিনি। এক বিবৃতিতে তার ভাই এলিয়ট ইয়ং এসব জানান।

বিবৃতিতে এলিয়ট বলেন, নাথানেলের জীবন ছিল প্রাণবন্ত। সে তার পরিবার ও বন্ধুদের ভালোবাসত। তাকেও সবাই ভালোবাসত। সে গান ভালোবাসত। সে ছিল মেধাবী একজন ডিস্ক জকি।
 
এদিকে শনিবার হামাসের হামলার পর থেকে ব্রিটিশ দুই নাগরিক জ্যাক মারলো ও ড্যান ডারলিংটন ইসরায়েলে নিখোঁজ রয়েছেন।  

শনিবার সকালে হামাসের হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে দুই পক্ষের মধ্যেই উত্তেজনা বাড়তে থাকে।  

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় অন্তত ৬০০ ইসরায়েলি নিহত হয়েছেন।  

ইসরায়েল সরকারের সংবাদ দপ্তরের ফেসবুক পোস্টে বলা হয়েছে, শনিবার থেকে এ পর্যন্ত ৬০০ ইসরায়েলি মারা গেছেন। আর অপহরণের শিকার হয়েছেন শতাধিক ইসরায়েলি। আহতের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার।

অন্যদিকে ইসরায়েলের হামলায় ৩৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গাজায় ইসরায়েলের হামলায় আহত হয়েছেন অন্তত ২ হাজার ২০০ জন।

এই হামলা-পাল্টা হামলার ঘটনার পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠন। এদিকে এই ঘটনায় ইসরায়েলের মন্ত্রিসভা যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।