ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারের ওপর আবারো যুক্তরাজ্যের নিষেষাজ্ঞা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
মিয়ানমারের ওপর আবারো যুক্তরাজ্যের নিষেষাজ্ঞা 

মিয়ানমারে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের নিপীড়নের সঙ্গে জড়িত সামরিক ইউনিট এবং প্রতিষ্ঠানের ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। বৃহস্পতিবার এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত সামরিক বিভাগ এবং দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ব্রিটেন বলছে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের তিন বছরে ২৫ ব্যক্তি ও ৩৩ প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে।  

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বিবৃতিতে বলেন, অভ্যুত্থানের তিন বছর পরও মিয়ানমারের জনগণের ওপর চলা  দমন-পীড়ন বন্ধ করতে মিয়ানমারের সেনাবাহিনীর ওপর আমরা চাপ বাড়াচ্ছি।
 
ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর আটটি দেশ ও ইইউর সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে মিয়ানমারের সামরিক শাসনের চলমান সহিংসতা ও দমনপীড়নের নিন্দা জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।