ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় নুসেইরাত শিবিরে ইসরায়েলি হামলা, ৪ শিশুসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
গাজায় নুসেইরাত শিবিরে ইসরায়েলি হামলা, ৪ শিশুসহ নিহত ১৪

মধ্য গাজার নুসেইরাত শিবিরে ইসরায়েলি বিমান হামলায় চার শিশুসহ অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিভিল ডিফেন্স এমনটি জানিয়েছে।

খবর আল জাজিরার।

গাজা সিভিল ডিফেন্স জানায়, তাদের সদস্যরা নুসেইরাত শিবিরের আল-জাওয়াইদা অঞ্চলে আবু ইউসুফ পরিবারের একটি বাড়ি থেকে ১৪টি মরদেহ উদ্ধার করেছে।  

এর আগে আল জাজিরা জানিয়েছিল, ইসরায়েলি হামলায় চার শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এতে দেশটিতে এক হাজার ১৩৯ জনের প্রাণ যায়। হামাস আড়াইশ ইসরায়েলিকে জিম্মি করে।

জবাবে ইসরায়েল হামাসশাসিত গাজায় হামলা শুরু করে। ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত ৩৩ হাজার ৩৬০ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ৭৫ হাজার ৯৯৩ জন।  

নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।