ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫০০ ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫০০ ছুঁইছুঁই

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৪৯২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক হাজার ৬৪৫ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।

২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের পর সোমবারই সবচেয়ে ভয়াবহ হামলার দিন দেখল লেবানন। খবর বিবিসির।  

বিবিসি জানায়, লেবাননে হাজার হাজার লোক বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননে হিজবুল্লাহর এক হাজার ৩০০ স্থাপনায় হামলা চালিয়েছে।  

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের লোকজনকে দ্রুত সম্ভব নিরাপদে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি বাহিনী সেখানকার লোকজনকে হিজবুল্লাহ অধ্যুষিত এলাকা ছেড়ে দূরে চলে যেতে বার্তা দিয়েছে।

লেবাননের নিরাপত্তা সূত্রগুলো বলছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার আলি কারাকিকে লক্ষ্য করে হামলা হয়েছে। প্রথমে কিছু জানা না গেলেও পরে হিজবুল্লাহ জানায়, কারাকি ভালো আছেন, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।  

এদিকে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলে দুই শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী এমনটি জানিয়েছে।  

যুক্তরাষ্ট্র বলছে, অতিরিক্ত সতর্কতা হিসেবে তারা মধ্যপ্রাচ্যে আরও অল্প কিছু সেনা পাঠাচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, মানুষ যাতে নিরাপদে তাদের ঘরে ফিরতে পারে সেজন্য সংঘাত কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
আরএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।