ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

ছয় ইসরায়েলির বিনিময়ে ৬ শতাধিক ফিলিস্তিনি মুক্তি পাবে আজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
ছয় ইসরায়েলির বিনিময়ে ৬ শতাধিক ফিলিস্তিনি মুক্তি পাবে আজ

হামাস আজ গাজা থেকে ছয়জন ইসরায়েলি বন্দিকে ফেরত দেবে, আর এর বদলে ইসরায়েল ৬ শাতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।  

এটি  হবে ১৯ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের সপ্তম বন্দি বিনিময়।

হামাস মুক্তি দিতে যাওয়া ছয়জন বন্দির নাম ঘোষণা করেছে তারা হলেন, এলিয়া কোহেন, ওমের শেম-টোভ, ওমের ওয়েঙ্কার্ট, তাল শোহাম, আভেরা মেঙ্গিস্তু, হিশাম আল-সাইদ।

এর মধ্যে হিশাম আল-সাইদ ও আভেরা মেঙ্গিস্তু প্রায় এক দশক আগে গাজায় প্রবেশের পর থেকেই হামাসের হেফাজতে ছিলেন।

এই ছয়জন হামাসের হাতে থেকে বন্দির মধ্যে শেষ জীবিত সদস্য, যাদের ইসরায়েল ও হামাস প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি দিতে সম্মত হয়েছিল।

হামাস কর্মকর্তাদের মতে, ইসরায়েলি বন্দিদের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ হস্তান্তর করা হবে। হস্তান্তরের নির্দিষ্ট স্থান এখনো প্রকাশ করা হয়নি, তবে সাম্প্রতিক বিনিময়গুলো সাধারণত গাজার দক্ষিণের খান ইউনিসে হয়েছে।

এর পরিবর্তে, ইসরায়েল শনিবার মোট ৬০২ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে অনেকে কয়েক দশক ধরে কারাবন্দি রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।