ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

জেলেনস্কির উচিত ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
জেলেনস্কির উচিত ট্রাম্পের কাছে  ক্ষমা চাওয়া: মার্কো রুবিও

হোয়াইট হাউসের ওভাল অফিসে গতকাল যা ঘটেছে তার জন্য  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উচিত ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া, এমনটাই মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।  

সংবাদ মাধ্যমকে রুবিও বলেছেন, ভলোদিমির জেলেনস্কির উচিত ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া।

পাশাপাশি, তিনি প্রশ্ন তুলেছেন—জেলেনস্কি সত্যিই শান্তি চান কি না, বিশেষ করে তাদের আলোচনার ব্যর্থ সমাপ্তির পর।

ওভাল অফিসের বৈঠক ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর, ট্রাম্প ও ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আক্রমণাত্মক অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে রুবিও সেসব এড়িয়ে গিয়ে বরং ইঙ্গিত দেন যে মূল সমস্যার সৃষ্টি হয়েছে জেলেনস্কির আচরণের কারণে এবং তারই উচিত ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া।

রুবিও বলেন, আপনারা সবাই কেবল শেষ মুহূর্তের নাটকীয় ঘটনাগুলো দেখেছেন, কিন্তু আসল পরিস্থিতি বুঝতে হলে এর আগের ঘটনাগুলোও দেখতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই তার অবস্থান স্পষ্ট রেখেছেন— তিনি মনে করেন এই যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না। আমি একমত যে, যদি তিনি তখন প্রেসিডেন্ট থাকতেন, তাহলে এটি ঘটতো না।

তিনি আরও যোগ করেন, এখন তিনি এই যুদ্ধ শেষ করতে চান। আমরা বারবার পরিষ্কারভাবে বলেছি— আমাদের লক্ষ্য রাশিয়াকে আলোচনার টেবিলে নিয়ে আসা, আমরা জানতে চাই সত্যিই শান্তি সম্ভব কি না।

রুবিওর মতে, গত দশ দিনে ঘটে যাওয়া ঘটনাগুলোই ওভাল অফিসের উত্তপ্ত পরিস্থিতির পথ তৈরি করেছিল। তার দাবি, এই বৈঠক হওয়াই উচিত ছিল না, কারণ তারা মূলত এসেছিলেন কেবল একটি খনিজ সম্পদ চুক্তি সই করতে।

তিনি সরাসরি জেলেনস্কির দিকে ইঙ্গিত করে বলেন,“এই পুরো বিষয়টিকে বিশৃঙ্খলায় পরিণত করার জন্য তারই ক্ষমা চাওয়া উচিত।

রুবিও আরও বলেন, এখানে এসে আমাদের শেখানোর চেষ্টা করবেন না যে কূটনীতি ব্যর্থ হবে। জেলেনস্কি আলোচনাকে এমন এক পথে নিয়ে গেছেন, যেখানে এ ধরনের ফলাফল প্রায় নিশ্চিত ছিল।

এরপর তিনি সন্দেহ প্রকাশ করেন, আদৌ জেলেনস্কি তিন বছর ধরে চলমান এই যুদ্ধের অবসান চান কি না। হয়তো তিনি সত্যিই শান্তি চুক্তি করতে চান না। তার এই প্রকাশ্য বিরোধিতা অত্যন্ত হতাশাজনক, বিশেষ করে যারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন তাদের জন্য। আমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য অন্তত তার ক্ষমা চাওয়া উচিত, -বলেন রুবিও।

সিএনএনের সাংবাদিক তাকে প্রশ্ন করেন— ট্রাম্প ও জেলেনস্কির সম্পর্ক কি এখনো ঠিক করা সম্ভব?

রুবিও উত্তর দেন, আমি মনে করি কিছুই অসম্ভব নয়। তবে এটা অবশ্যই বোঝা দরকার যে প্রেসিডেন্ট ট্রাম্প এই পুরো প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন একটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে।

সূত্র: মেইল অনলাইন

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।