ঢাকা, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৭ মার্চ ২০২৫, ০৬ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র যদি যুদ্ধই চায় প্রস্তুত চীন, বেইজিংয়ের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
যুক্তরাষ্ট্র যদি যুদ্ধই চায় প্রস্তুত চীন, বেইজিংয়ের হুঁশিয়ারি

কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়টি নিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেলাদিন ধরেই হুমকি দিয়ে আসছিলেন।

সেটি বাস্তবায়িত হওয়ার পর কানাডা ও চীনও হুঁশিয়ারি দিয়েছে। কানাডা স্পষ্ট জানিয়ে দিয়েছে—যদি আমেরিকা তাদের পণ্যে শুল্ক আরোপ করে, তাহলে তারা পাল্টা ব্যবস্থা নেবে। আর বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধই চায় চীন প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ১২টা থেকে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক ও চীনের ওপর নতুন ১০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। মূলত, শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়ায় বেইজিং যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করতে গিয়ে যুদ্ধের বিষয়টি টেনে এনেছে।

নিউ ইয়র্ক পোস্ট, বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় এ বিষয়ে বড় শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলো থেকে জানা গেছে, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যের পর বুধবার (৫ মার্চ) যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ‘যুক্তরাষ্ট্র যুদ্ধ চাইলে প্রস্তুত চীন’এমন কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চায়, তা সে শুল্ক যুদ্ধ হোক, বাণিজ্য যুদ্ধ হোক বা অন্য যেকোনো ধরণের যুদ্ধ; আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।

ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে চীন। নিজেদের ওপর আসা শুল্ক আরোপের কড়া প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিজেদের স্বার্থ রক্ষার জন্য মার্কিন কৃষি খাদ্যপণ্যে ১৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। সমস্যা সমাধানে তিনি বিলম্ব না করে ওয়াশিংটনকে বেইজিংয়ের সঙ্গে সংলাপের আহ্বান জানান।

এদিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ঘোষণা করেছেন, চলতি বছর তার দেশ প্রতিরক্ষা ব্যয়ে ৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি করবে। তিনি সতর্ক করে বলেছেন, গত এক শতাব্দীতে বিশ্বজুড়ে কিছু অদৃশ্য পরিবর্তন দ্রুত গতিতে ঘটছে। প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি প্রত্যাশিত ছিল।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।