ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

খামেনিকে চিঠি দিয়েছেন ট্রাম্প, ইরান বলছে পাইনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
খামেনিকে চিঠি দিয়েছেন ট্রাম্প, ইরান বলছে পাইনি

ইরান জানিয়েছে, তারা এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো চিঠি পায়নি, যদিও ট্রাম্প দাবি করেছেন যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব জানিয়ে তিনি ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ।

শুক্রবার ইরানের দূতাবাসের এক মুখপাত্র বলেন, আমরা এখন পর্যন্ত এমন কোনো চিঠি পাইনি।

ট্রাম্পের দাবি অনুযায়ী, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উদ্দেশে একটি চিঠি লিখেছেন, যাতে তেহরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য নতুন চুক্তি নিয়ে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে।

তবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেছেন, যতক্ষণ যুক্তরাষ্ট্র আমাদের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বজায় রাখবে এবং হুমকি দিতে থাকবে, ততক্ষণ আমরা কোনো সরাসরি আলোচনায় অংশ নেবো না।

ট্রাম্পও এ বিষয়ে তার অবস্থান ব্যাখ্যা করে বলেছেন, আমি তাদের একটি চিঠি লিখেছি যেখানে বলেছি, আমি আশা করি তোমরা আলোচনায় আসবে, কারণ যদি আমাদের সামরিক পদক্ষেপ নিতে হয়, তাহলে সেটি ভয়াবহ হবে।

বৃহস্পতিবার করা এবং গত শুক্রবার প্রচারিত এক টিভি সাক্ষাৎকারে তিনি আরও জানান, এই চিঠিটি তিনি "গতকাল" পাঠিয়েছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, আমি বরং আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে চাই। আমি জানি না সবাই এতে একমত হবে কিনা, তবে আমরা এমন একটি চুক্তি করতে পারি যা সামরিক বিজয়ের মতোই কার্যকর হবে। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে। খুব শিগগিরই কিছু একটা ঘটবে, যেকোনো দিকেই যেতে পারে বিষয়টা।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন হোয়াইট হাউসও এই তথ্য নিশ্চিত করেছে, যেখানে নতুন পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।