রাশিয়ার ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া ছয় শিশুসহ আহত হয়েছে ৪০ জন।
বিবিসি ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে আরো জানিয়েছে, সংঘাত প্রশমিত হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
শনিবার( ৮ মার্চ) স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দোনেৎস্ক অঞ্চলে একটি হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ছয় শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। খারকিভ এবং ওডেসাসহ অন্যান্য অঞ্চলে বাড়িঘর এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির মধ্যে বাগবিতণ্ডার পর যুক্তরাষ্ট্র কিয়েভের সাথে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করে দেওয়ায় রাশিয়ার আক্রমণ তীব্রতর হয়েছে।
সর্বশেষ রাশিয়ান হামলার পর, পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, যখন কেউ বর্বরদের তুষ্ট করে তখন এমনটিই ঘটে।
শুক্রবার গভীর রাতে দোনেৎস্ক অঞ্চলের ডোব্রোপিলিয়া শহরে সবচেয়ে মারাত্মক হামলা চালানো হয়। কর্মকর্তারা জানিয়েছেন, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটটি আবাসিক ভবন এবং একটি শপিং সেন্টারে আঘাত করলে কমপক্ষে ১১ জন নিহত হয়।
জরুরি পরিষেবা পৌঁছানোর পর, রাশিয়া উদ্ধারকারীদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে আরেকটি হামলা চালায়, জেলেনস্কি একটি টেলিগ্রাম পোস্টে এমন কথা বলেন। এই ধরনের হামলা এটাই বোঝায় যে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে, যোগ করেন তিনি।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ও শনিবার এই অঞ্চলে অন্যান্য হামলায় নয়জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। এছাড়া খারকিভ অঞ্চলের বোহোদুখিভে একটি কোম্পানিতে ড্রোন হামলায় তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন, আঞ্চলিক প্রধান ওলেহ সিনেহুবভ জানিয়েছেন।
এদিকে শুক্রবার আরেকটি ড্রোন হামলায় ওডেসার বেসামরিক ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, আঞ্চলিক প্রধান জানিয়েছেন। তিন সপ্তাহের মধ্যে এই অঞ্চলের জ্বালানি ব্যবস্থার উপর এটি সপ্তম আক্রমণ, জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে এবং এখন ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় ২০শতাংশ নিয়ন্ত্রণ করে।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
ইইউডি/এমএম