ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোর রাস্তায় পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
মস্কোর রাস্তায় পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? <blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">??? PUTIN’S LIMOUSINE EXPLODES—SECURITY PANIC ERUPTS<br><br>One of Putin’s luxury Aurus limousines went up in flames near Moscow’s FSB headquarters. <br><br>Cause? Still u

মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহার করা একটি লিমোজিন মডেলের বিলাসবহুল গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর গাড়িটিতে আগুন ধরে যায়।

এ দুঘর্টনায় কোনো আহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। অত্যাধুনিক গাড়িটির বিস্ফোরণের কারণও জানা যায়নি।

শনিবার (২৯ মার্চ) মস্কোর লুবিয়াঙ্কায় অবস্থিত ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সদর দপ্তরের ঠিক উত্তরের একটি রাস্তায় দুর্ঘটনাটি ঘটে।  

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাস্তায় পুতিনের ‘অফিসিয়াল গাড়ি বহরের’ একটি ‘অরাস লিমুজিন’ বিস্ফোরিত হয়েছে। এতে গাড়িটি পুড়ে যায়। বিলাসবহুল ওই গাড়ির মূল্য পৌনে তিন লাখ পাউন্ড। ঘটনার পর পর জরুরি পরিষেবা পৌঁছানোর আগেই আশেপাশের বার থেকে কয়েকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

বিস্ফোরণে পুড়ে যাওয়া গাড়িটি ক্রেমলিনের প্রেসিডেন্টের সম্পত্তি ব্যবস্থাপনা বিভাগের বলে দাবি করা হচ্ছে। ঘটনার সময় গাড়ির ভেতরে কে ছিল তা জানা যায়নি।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, ইঞ্জিন থেকে আগুন গাড়ির ভেতরে ছড়িয়ে পড়েছে এবং আগুন লিমোজিনটিকে সম্পূর্ণরূপে গ্রাস করেছে।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক মন্তব্যের পর পুতিনের স্বাস্থ্য নিয়ে নতুন করে জল্পনা-কল্পনার মধ্যে এই বিস্ফোরণ ঘটল। গত ২৬ মার্চ প্যারিসে ইউরোপীয় সাংবাদিকদের সাথে কথা বলার সময় জেলেনস্কি দাবি করেছিলেন যে পুতিন ‘শীঘ্রই মারা যাবেন’ এবং পরামর্শ দিয়েছিলেন যে পুতিনের মৃত্যুই চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারে।

জেলেনস্কির এমন মন্তব্য ও লিমোজিন গাড়ি বিস্ফোরণের পর পুতিনের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হয়েছে মস্কো। ৭২ বছর বয়সী প্রেসিডেন্ট পুতিন নিয়মিত ভ্রমণের জন্য তার লিমোজিন গাড়িবহরটি ব্যবহার করেন।  

এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে পুতিনকে হত্যার বিভিন্ন হুমকি এসেছে। বিশেষ করে ইউক্রেন বা পশ্চিমা সহায়তায় তাকে হত্যার চেষ্টা যে হবে না, তা ক্রেমলিন উড়িয়ে দেয়নি। তার এসব প্রচেষ্টা প্রতিহত করার জন্য পুতিনের নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে রাশিয়ার রাজধানীতে এক বিস্ফোরণে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ এবং তার সহযোগীসহ ক্রেমলিনের ঘনিষ্ঠ মিত্ররা নিহত হন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।