ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে হতাহত বাড়ছে ইসরায়েলি সেনা শিবিরে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে হতাহত বাড়ছে ইসরায়েলি সেনা শিবিরে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রতিরোধ যুদ্ধে পাল্টা আঘাত হানছে দেশটির মুক্তিকামী সংগঠন হামাস। শনিবার উত্তর গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, নিহত সেনার নাম গালেব স্লিমান আল-নাসাসরা, যিনি ওয়ারেন্ট অফিসার পদে দায়িত্ব পালন করছিলেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর এখন পর্যন্ত ইসরায়েলি সেনাদের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১২ জনে। আহত হয়েছেন প্রায় ৬ হাজার সেনা।

আইডিএফ সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ গাজায় পুনরায় সামরিক অভিযান শুরুর পর এই প্রথম কোনো ইসরায়েলি সেনা প্রাণ হারালেন।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে, চলমান যুদ্ধে ১৬ হাজারের বেশি সেনাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রায় ৩ হাজার সেনা শারীরিক ও মানসিক—উভয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। গুরুতর আহতের হার প্রায় ৪ শতাংশ এবং মাঝারি আঘাতপ্রাপ্ত প্রায় ৬ শতাংশ।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, সাম্প্রতিক ও পূর্ববর্তী যুদ্ধ মিলিয়ে ৬৮ হাজারের বেশি সেনাকে পুনর্বাসন সেবা দিয়েছে মন্ত্রণালয়টি। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভাগ। তারা বলছে, সেনাদের অর্ধেক অংশ মানসিক রোগী হয়ে যেতে পরেন।

অন্যদিকে, হামাসের প্রতিরোধ অব্যাহত রয়েছে। গাজার কায়জান আল-নাজ্জার এলাকায় ইসরাইলি বাহিনীর তিনটি সামরিক বুলডোজার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রে আক্রান্ত হয়। ব্যবহৃত অস্ত্রের মধ্যে ছিল ইয়াসিন-১০৫ ক্ষেপণাস্ত্র, শাওয়াজ বোমা ও ব্যারেল বোমা।

এছাড়া আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা সুপরিকল্পিত ফাঁদে ফেলে আইডিএফের একটি ইউনিটকে সুড়ঙ্গে প্রবেশ করিয়ে একাধিক বিস্ফোরণ ঘটায়। এতে বেশ কয়েকজন সেনা নিহত ও আহত হয়।

ইতোমধ্যে হামাসের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধ বন্ধের প্রস্তাব মানেনি তেল-আবিব। বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় সামরিক অভিযান আরও জোরদার করা হবে।

নতুন করে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার সারাদিন গাজাজুড়ে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আরও ৫৪ ফিলিস্তিনি প্রাণ হারান। আহত হয়েছেন অসংখ্য মানুষ।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।