ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

সিন্ধু নদের পানি বন্ধ হলে ভারতে হামলা হবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৩, মে ৩, ২০২৫
সিন্ধু নদের পানি বন্ধ হলে ভারতে হামলা হবে

সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করার চেষ্টা করলে ভারতে সামরিক হামলা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। খাজা আসিফ আরো বলেছেন, পানির প্রবাহ থামানোও এক ধরনের আগ্রাসন— যার জবাব পাকিস্তান দিতে প্রস্তুত।

শুক্রবার (২ মে) পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের ‘নয়া পাকিস্তান’ টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, শুধু গোলা-বারুদের মাধ্যমে নয়, নানাভাবে আগ্রাসন চালানো সম্ভব। পানি বন্ধ করে দেওয়া, বা প্রবাহ পরিবর্তন করাও একটি ভয়াবহ আগ্রাসন। এতে লক্ষাধিক মানুষ খাদ্য ও পানির সংকটে পড়বে এবং মৃত্যু অবধারিত হয়ে উঠবে।

খাজা আসিফ স্পষ্ট করে বলেন, ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের বাধ বা স্থাপনা নির্মাণ শুরু করে, যার ফলে পানির প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়— তাহলে আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেখাবো। ওইসব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

তিনি আরও জানান, বর্তমানে পাকিস্তান আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে এই বিষয়টি তুলে ধরছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

সাম্প্রতিক উত্তেজনার সূচনা হয় ২২ এপ্রিল ভারতেশাসিত কাশ্মীরের পহেলগাঁও এলাকায় পর্যটকদের ওপর ভয়াবহ হামলার মধ্য দিয়ে। লস্কর-ই-তৈয়বার সহযোগী গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলা চালায় বলে দাবি নয়াদিল্লির। হামলায় অন্তত ২৮ জন পর্যটক নিহত হন, যেটি ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার পর সবচেয়ে প্রাণঘাতী হামলা।

এ ঘটনার পর পাকিস্তানকে সরাসরি দায়ী করে ভারত। পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত, কূটনৈতিক সম্পর্ক সীমিতকরণ, পাকিস্তানিদের ভিসা বাতিলসহ একাধিক কঠোর পদক্ষেপ নেয়। পাল্টা জবাবে ইসলামাবাদও ভারতের জন্য স্থল ও আকাশসীমা বন্ধ, ভিসা বাতিল ও দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করে।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির উচ্চপর্যায়ের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে পাকিস্তানকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপের জন্য সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

যদিও এখনও পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী সরাসরি কোনো হামলা চালায়নি, তবে পরিস্থিতিকে উদ্বেগজনক বলেই মনে করছেন খাজা আসিফ। তার ভাষায়, যুদ্ধ এড়ানো গেছে— এমনটা ভাবার সুযোগ এখনও নেই।

সূত্র: জিও নিউজ

এমজে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ