ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে পদদলিত হয়ে নিহত ৬, আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, মে ৩, ২০২৫
ভারতে পদদলিত হয়ে নিহত ৬, আহত ৬০

ভারতের গোয়ায় একটি মন্দিরে উৎসব চলাকালে হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। এতে পদদলিত হয়ে কমপক্ষে ৬ জন নিহত ও ৬০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (৩ মে) ভোরে শিরগাঁও মন্দিরে লায়রাই দেবীর বার্ষিক যাত্রা উৎসবে এ দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের

সুনির্দিষ্ট কারণ এখনো সরকারিভাবে জানানো না হলেও প্রাথমিক ধারণা, অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের অভাব থেকে এ দুর্ঘটনা ঘটেছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, তদন্তের পর ঘটনার সঠিক কারণ নির্ধারণ করা হবে।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই-এর বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গোয়া, মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে ভক্তরা বার্ষিক উৎসবে শিরগাঁও মন্দিরে জড়ো হয়েছিলেন। বিশাল ধর্মীয় জমায়েতে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে জনস্রোতে হুড়োহুড়ির সৃষ্টি হয়। একে অপরকে ধাক্কা দিয়ে ছুটে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয় এবং পায়ের নিচে চাপা পড়ে হতাহত হন অনেকে।

ঘটনাস্থলে জরুরি পরিষেবা ও পুলিশ সদস্যরা দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। আহতদের চিকিৎসার জন্য কাছের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে নিশ্চিত করেছেন, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে দুজনকে বাম্বোলিমের গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ঘটনায় গভীরভাবে শোক জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

ঘটনার পর নিজের এক্স- হ্যান্ডেলে প্রমোদ সাওয়ান্ত লেখেন, ‘আজ সকালে শিরগাঁওয়ের লাইরাই যাত্রায় মর্মান্তিক পদদলিত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। আহতদের সঙ্গে দেখা করতে আমি হাসপাতালে গিয়েছিলাম এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দিয়েছি। প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সাথে কথা বলেছেন এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করেছেন, এই কঠিন সময়ে তার পূর্ণ সমর্থন প্রদান করেছেন।

লায়রাই দেবীর যাত্রা বা শিরগাঁও যাত্রা হলো গোয়ার উত্তরাঞ্চলের শিরগাঁও গ্রামে অনুষ্ঠিত এক ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় উৎসব।  এই উৎসব লায়রাই দেবীর উদ্দেশ্যে পালিত হয়, যিনি গোয়ান লোককথায় পার্বতী দেবীর এক রূপ এবং ‘সাত বোন’ দেবীর অন্যতম বলে বিবেচিত।

এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় আচার হলো ‘অগ্নিদিভ্য’ বা আগুন হাঁটা, যেখানে ভক্তরা—যাদের ‘ধোন্ড’ বলা হয়—খালি পায়ে জ্বলন্ত কয়লার বিছানার ওপর দিয়ে হাঁটেন আশীর্বাদ লাভের আশায়।

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ