পাকিস্তান ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে হামলা চালাচ্ছে — ভারতের সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) বরাতে এমনটি জানিয়েছে বিবিসি।
হামলাটি এমন এক ধরনের ড্রোন দিয়ে হচ্ছে, যেটি লক্ষ্যবস্তুর ওপর গিয়ে নিজের সঙ্গে থাকা বিস্ফোরকসহ আঘাত হানে এবং বিস্ফোরণ ঘটায়।
সংস্থাটি আরও জানায়, ভারতীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী পাল্টা গুলি ছুড়ে প্রতিরোধ গড়ে তুলছে।
ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন সূত্র বিবিসিকে জানায়, জম্মুতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং শহরজুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।
জম্মু শহরের গুজ্জার নগর সেতুতে থাকা এক ব্যক্তি বিবিসিকে বলেন, তিনি জম্মু বিমানবন্দরের কাছে আকাশ থেকে ১৬টি বস্তু পড়তে দেখেছেন।
এদিকে, এক নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, বিমানবন্দরে বিস্ফোরণ হয়েছে।
প্রত্যক্ষদর্শী আরও জানান, সাইরেন বাজতে শুরু করলে শহরের বিদ্যুৎ চলে যায়, বাজার বন্ধ হয়ে যায় এবং মানুষ দৌড়াতে থাকে।
আরএইচ