ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

স্কি লিফট থেকে পড়েও বেঁচে গেলো শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
স্কি লিফট থেকে পড়েও বেঁচে গেলো শিশু

ঢাকা: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় নয় বছর বয়সী এক শিশু স্কি লিফট থেকে পড়ে গিয়েও বেঁচে গেলো অবিশ্বাস্যভাবে।

পেনসিলভেনিয়ার লিবার্টি মাউন্টেন রিসোর্টে এ ঘটনা ঘটে।

নিচ থেকে উদ্ধারকারীরা তাৎক্ষণিক উদ্ধার প্রচেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি।

প্রত্যক্ষদর্শীদের একজন, আদ্রিয়ান দেলগাদোর ধারণ করা ভিডিও চিত্রে  স্কি লিফট থেকে পড়ে শিশুটিকে বিপজ্জনকভাবে ঝুলতে দেখা যায়। কয়েক মুহূর্ত পরেই শিশুটি বেশ কয়েক মিটার নিচে তুষারের মধ্যে পড়ে যায়।

ভিডিও ধারণকারী আদ্রিয়ান জানান, কমপক্ষে ২০ ফুট উপর থেকে পড়ে যাওয়া ছেলেটির প্রাণ রক্ষা পাওয়াটা একটি বিরল ঘটনা।

উদ্ধারকারীরা জানায়, একটুর জন্য প্রাণরক্ষা পাওয়া ছেলেটি শুধু পায়ে আঘাত পেয়েছে।
 
এ দুর্ঘটনার কোনো সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায় নি। তবে লিবার্টি মাউন্টেন রিসোর্টের একজন মুখপাত্র দ‍ুর্ঘটনার ব্যাপারে তদন্ত চলছে বলে সংবাদমাধ্যমকে জানায়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।