ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২ ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যালিফোর্নিয়ার অ্যাপল ভ্যালি এয়ারপোর্টে জেট বিমান দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি হয়েছে।

রোবাবার স্থানীয় সময় বিকেলে এল-৩৯ নামে ওই জেট প্লেনটিটি দুর্ঘটনা কবলিত হয়ে আগুন ধরে গেলে এ প্রাণহানি ঘটনা ঘটে।



এ প্লেনটি অভ্যন্তরীণ রুটে চলাচল করে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনার পর থেকে ওই বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উঠা-নামা বন্ধ করে রাখা হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসএইএচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।