ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ইরানের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ঢাকা: ইরানের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের ব্যালাস্টিক মিসাইল কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে রোববার (১৭ জানুয়ারি) তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।



সমঝোতার ভিত্তিতে ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের একদিনের মাথায় দেশটির এ ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন করে এ নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন।

নিষেধাজ্ঞা অনুযায়ী, ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত ব্যবহার করতে পারবে না। তবে, ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম বা পরিচয় তৎক্ষণাৎ জানানো হয়নি।

সমঝোতা অনুযায়ী, পারমাণবিক কর্মসূচি সীমিত করায় ইরানের ওপর থেকে শনিবার (১৬ জানুয়ারি) আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। গত বছরের জুলাইয়ে বিশ্বশক্তিগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি ইরান মেনে চলছে বলে আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা’র পক্ষ থেকে জানানো হলে বিশ্ব সম্প্রদায় এ সিদ্ধান্ত নেয়।

এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে এরইমধ্যে ওয়াশিংটন-তেহরান সম্পর্কে সুবাতাস বইতে শুরু করেছে। চুক্তির ভিত্তিতে ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিকসহ বন্দি পাঁচ মার্কিনিকে মুক্তি দিয়েছে ইরান। অপরদিকে, যুক্তরাষ্ট্রে বন্দি ইরানের ৭ বন্দিকেও ফেরত দেওয়ার কথা বলেছে ওয়াশিংটন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।