ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানকে সামরিক প্লেন দেবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ইরানকে সামরিক প্লেন দেবে রাশিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: ইরানের কাছে সামরিক বিমান বিক্রি করতে ইচ্ছে প্রকাশ করেছে রাশিয়া। সম্প্রতি ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এমন ইচ্ছে পোষণ করলো রাশিয়া।



সোমবার (১৮ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে তাইওয়ানভিত্তিক একটি সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানকে শক্তিশালী করতে সামরিক সহযোগিতা দেবে চীন ও রাশিয়া। যুদ্ধ বিমানসহ বিভিন্ন সমরাস্ত্র দিয়ে ইরানকে সহযোগিতা করবে দেশ দু’টি।

সম্প্রতি চুক্তি অনুযায়ী পারমাণবিক কার্যক্রম সীমিত করে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষক সংস্থা।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।