ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে বিমান হামলায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
ইয়েমেনে বিমান হামলায় নিহত ২১

ঢাকা: সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ সামরিক জোটের পৃথক দু’টি বিমান হামলায় ইয়েমেনে ২১ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলে হামলা দু’টির ঘটনা ঘটে বলে রোববার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

সৌদি সামরিক জোটের মুখপাত্র জেনারেল আহমেদ আল আশরাফি জানান, হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হলে তারা নিহত হন।

উল্লেখ্য, জঙ্গি ও সন্ত্রাস দমনের নামে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক জোট দেশটিতে বিগত কয়েক মাস থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।