ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় নিম্নকক্ষ নির্বাচনে পুতিনের দল এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
রাশিয়ায় নিম্নকক্ষ নির্বাচনে পুতিনের দল এগিয়ে

ঢাকা: রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

ইউনাইটেড রাশিয়া দলের নিকটতম অবস্থানে রয়েছে ভ্লাদিমির জিরিনভস্কির দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি অব রাশিয়া (এলডিপিআর)।

এ বিষয়ে ইউনাইডেট রাশিয়া দলের প্রধান ভ্লাদিমির পুতিন জানান, তাদের পার্টি ভালো ফল অর্জন করেছে।

এর আগে রোববার (১৮ সেপ্টেম্বর) ভোট শেষে গণনা শুরু হয়।  সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী, মোট ভোটের ৪৪ শতাংশ ভোটে পেয়ে এগিয়ে রয়েছে ইউনাইটেড রাশিয়া।  ১৪ শতাংশ ভোট পেয়েছে ডানপন্থী এলডিপিআর।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।