ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাঞ্জাবে স্কুল বাস খাদে পড়ে ৫ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
পাঞ্জাবে স্কুল বাস খাদে পড়ে ৫ শিশুর মৃত্যু

ঢাকা: পাঞ্জাবের অমৃতসরে একটি স্কুল ‍বাস খাদে পড়ে অন্তত ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চালক নিয়ন্ত্রণ হারালে ৫০ জন শিশু নিয়ে বাসটি খাদে পড়ে যায়।

পুলিশ জানায়, স্কুলবাসটির অধিকাংশ শিশু কিন্ডারগার্ডেনের। স্কুল শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অন্তত ১০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থলে পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।