ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২৬

ঢাকা: ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে নিখোঁজ ১৯ জনের জীবিত থাকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

হতাহতদের মধ্যে বেশিরভাগ ১২ বছরের কম বয়সী। মরদেহগুলোর অধিকাংশই পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।  

দেশটির পশ্চিমাঞ্চলীয় গারুত জেলায় ত্রাণ বিতরণ শুরু করেছে কর্তৃপক্ষ। সেখান সর্বাধিক ২৩ জনের প্রাণহানি হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৮ জন।  

এদিকে পানি নেমে যাওয়ায় বন্যার ভয়াবহতার চিত্র ফুটে ওঠতে শুরু করেছে। বিভিন্ন স্থানে ঘরবাড়ি, রাস্তাঘাট ধসে পড়ার চিত্র তুলে এনেছে সংবাদমাধ্যম।

বন্যা কবলিত এলাকাগুলো থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।