ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্স থেকে ৩৬টি যুদ্ধবিমান কিনছে ভারত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
ফ্রান্স থেকে ৩৬টি যুদ্ধবিমান কিনছে ভারত  ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্স থেকে ৩৬টি রাফাল মডেলের যুদ্ধবিমান কেনার চুক্তিতে সই করেছে ভারত সরকার।  

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার এ সংক্রান্ত চুক্তি পত্রে সই করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এ সময় ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ ইভ লে দ্রিয়াঁ উপস্থিত ছিলেন।

জানা যায়, চুক্তি অনুযায়ী ৩৬টি যুদ্ধবিমান কিনতে ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮০০০ কোটি রুপি ব্যয় করবে সরকার।

দুই ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানগুলো ১০০ কিলোমিটার দূরে অবস্থিত শত্রু বিমানে ক্রুস মিসাইলের মাধ্যমে আঘাত হানতে সক্ষম। যুদ্ধবিমানের প্রথম চালানটি ভারতে আসতে ১৮ মাস সময় লাগবে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
আরএইচএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।