ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াশিংটনে গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
ওয়াশিংটনে গুলিতে নিহত ৪

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বার্লিংটন শহরের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও দুইজন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে শনিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

তবে তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ এবং লক্ষ্য সম্পর্কে কিছু জানা যায়নি।  

পুলিশ জানায়, গুলির ঘটনার সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তবে তার আগেই বন্দুকধারী ওইস্থান থেকে সটকে পড়েছেন।  এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার উত্তর সিয়াটেল শহর থেকে ১০৫ কিলোমিটার দূরে বার্লিংটনে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন।  ঘটনার পর থেকেই পুলিশ বন্দুকধারীকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬/আপডেট: ০৯৪৫ ঘণ্টা

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।