ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে জোড়া হামলায় নিহত ১২, আহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
ইরাকে জোড়া হামলায় নিহত ১২, আহত ২৩

ঢাকা: ইরাকের তিকরিত শহরে জোড়া হামলায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১২জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শনিবার ভোর ৫টার দিকে প্রথম হামলার ঘটনাটি ঘটে। এসময় শহরের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানো হয়। এতে চার পুলিশ সদস্য নিহত হয় এবং পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়।  

এদিকে দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে শহরের প্রবেশ মুখে। এ সময় দুইজন হামলাকারী একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে আটজন নিহত হয় এবং আহত হয় ২৩ জন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এসব হামলার ঘটনায় দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।