ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় দুটি মাঝারি ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
ইন্দোনেশিয়ায় দুটি মাঝারি ভূমিকম্প

ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪২ মিনিটে এবং দুপুর ২টা ৫৩ মিনিটে এই দুটি ভূকম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে যা ছিল যথাক্রমে ৫ দশমিক ২ ও ৪ দশমিক ৪ মাত্রার।

৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৯ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার শহর জায়াপুরা থেকে ৫৯ কিলোমিটার উত্তরে ছিল ভূকম্পের উৎপত্তিস্থল।

২০০৪ সালের ২৬ মার্চ দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্প ও পরে সুনামি হয়। ৯ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পে দুই লাখ ২৭ হাজার ৯০০ জন নিহত হন। অনেক মৃতদেহই উদ্ধার করা সম্ভব হয়নি। ইন্দোনেশিয়ার মৎস্য শিল্প ও কারখানার প্রায় ৬০ শতাংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই সুনামিতে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।