ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ৯

ঢাকা: সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ইয়েমেনে হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন আইবিবি শহরে নয়জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।

স্থানীয় সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে রোববার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

সন্ত্রাস ও জঙ্গি দমনের লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট গত মার্চ মাস থেকে দেশটিতে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।