ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় ও মার্কিন বাহিনীর যৌথ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
ভারতীয় ও মার্কিন বাহিনীর যৌথ মহড়া ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তরাখণ্ডে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভারতের সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি এক টুইট‍ার বার্তায় মহড়ার কিছু ছবিও প্রকাশ করেছে।  

এতে দেখা যায়, দুই বাহিনীর সদস্যরা উত্তরাখণ্ডের রানিখেতের জঙ্গলে মহড়া চালাচ্ছেন।

সংবাদমাধ্যম জানায়, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এটি প্রথম মহড়া। দুই দেশ নিজেদের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে প্রশিক্ষণ কার্যকলাপ আরও উন্নত করার লক্ষ্য এ মহড়া চালায়। এটি শুরু হয় ১৪ সেপ্টেম্বর এবং ২৭ সেপ্টেম্বর সমাপ্ত হওয়ার কথা।  

সংবাদমাধ্যম আরও জানায়, দুই দেশের মধ্যকার এই মহড়ার এবারের বিষয় ছিল- পার্বত্য ভূখণ্ডে সন্ত্রাস দমন অভিযান।

এদিকে, পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনীও। দু’দিন আগে পাকিস্তানি সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাহিনীর এই মহড়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
আরএইচএস/এইচএ/

***ফের প্লেন চলাচলে নিষেধাজ্ঞা পাকিস্তানের উত্তর আকাশসীমায়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।