ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৩০০ বছর পর চোখ খুললো মৃত শিশুটি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
৩০০ বছর পর চোখ খুললো মৃত শিশুটি!

মেক্সিকোর একটি ক্যাথলিক শিশু তার মৃত্যুর তিন শ’ বছর পর চোখ খুলেছে। সান্টা ইনোসেন্সিয়া নামের এই মেয়ে শিশুটি তার বাবার ছুরিকাঘাতে ৩০০ বছর আগে মারা যায়।



তাকে মোমের মমি বানিয়ে রেখে দেওয়া হয় মেক্সিকোর গুয়াদালাজারা ক্যাথেড্রালে। সেখানে দর্শনার্থীরা দেখতে যান শিশুটিকে। তেমনই এক দর্শনার্থী যখন শিশুটির ভিডিও করছিলেন তখনই তার দুটি চোখ হালকা করে খুলে যায়। যা ধরা পড়ে ভিডিও ফুটেজে। দেখা যায় চোখ খুলে সোজা তাকিয়ে আছে ক্যামেরার দিকে।

আর যায় কোথা ইন্টারনেটে সে ভিডিও ভাইরাল হয়ে ওঠে। লাখ লাখ ভিউ হতে থাকে ইউটিউবে। যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে দ্বিধাবিভক্তি সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এটি ভূয়া আর কেউ কেউ বিশ্বাস করে বসে আছেন।

সমঝদাররা বুঝে নিয়েছেন এ ছিলো নিতান্তই ক্যামেরার খেলা।

বাংলাদেশ সময় ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।