ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সব রেকর্ড ভেঙে ১০০ ডিগ্রি তাপমাত্রা লস অ্যাঞ্জেলেসে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
সব রেকর্ড ভেঙে ১০০ ডিগ্রি তাপমাত্রা লস অ্যাঞ্জেলেসে ছবি: সংগৃহীত

ঢাকা: অতীতের সব রেকর্ড ভেঙে ১০০ ডিগ্রি ফারেনহাইট ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সিটির তাপমাত্রা। সোমবার (২৬ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহরটির প্রাণকেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

 

আবহাওয়া পূর্বাভাস সেবাদাতা ওয়েবসাইট আকুওয়েদারের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য দিয়েছে। এর আগে ৩৮ বছর আগে ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্ববৃহৎ শহরটিতে ৯৭ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়।  

আকুয়েদার জানায়, ক্যালেন্ডারের হিসাবে গ্রীষ্ম চলে গেলেও গত ক’দিন ধরেই ক্যালিফোর্নিয়ার অন্যান্য অঞ্চলের পাশাপাশি লস অ্যাঞ্জেলেসেও তাপমাত্রা অসহনীয় হয়ে উঠছিল। সোমবার সে তাপমাত্রা যে রেকর্ড ভেঙে ফেলতে পারে সেই পূর্বাভাসও ছিল। শেষ পর্যন্ত হলোও তাই। লস অ্যাঞ্জেলেসে তাপমাত্রা উঠলো ১০০ ডিগ্রি ফারেনহাইটে।  

আর কামারিলো শহরে সেটা ছাড়িয়ে উঠলো ১০৪ ডিগ্রি ফারেনহাইট। অক্সনার্ড শহরে পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা হলো ১০২ ডিগ্রি ফারেনহাইট। বিরানভূমি উডল্যান্ড হিলসে এ তাপমাত্রা আরও ছাড়িয়ে ১০৫ ডিগ্রি ফারেনহাইটের কোঠা ছুঁয়েছে।

তাপমাত্রার এ বাড়াবাড়ি মঙ্গলবারও থাকতে পারে বলে জানাচ্ছে আকুওয়েদার।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।