ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে খনির ৭০০ মিটার গভীরে আটকে ৩ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
পাকিস্তানে খনির ৭০০ মিটার গভীরে আটকে ৩ শ্রমিক

ঢাকা: পাকিস্তানের উইন্ডার শহরের একটি খনিতে আটকা পরেছেন তিনজন শ্রমিক। এদের মধ্যে চীনের দুইজন নাগরিক রয়েছেন।

আটকে পরা শ্রমিকদের উদ্ধারে কাজ করছে দেশটির উদ্ধারকর্মীরা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জিইও।

দেশটির সোনমিয়ানি এলাকা থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত ওই খনিটির এক কর্মকর্তা জানান, সোমবার (২৬ সেপ্টেম্বর) খনিটির ৭০০ মিটার গভীরে তিনজন শ্রমিক আটকে পরেন। তাদের মধ্যে দুইজন চীনা ইঞ্জিনিয়ার। আটকদের উদ্ধারে দেশটির উদ্ধারকর্মীদের পাশাপাশি কাজ করছে একটি বিশেষ দল।  

তবে কিভাবে তারা খনিটির ভেতরে আটকে পরেছে তা জানা যায়নি।

মোশতাক কুমভ নামে ওই কর্মকর্তা জানান, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত খনিটির ৫০০ মিটার গভীরে যেতে সক্ষম হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।