ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
মিশরে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭ ছবি: রয়টার্স

ঢাকা: ভূমধ্যসাগরের মিশর উপকূলে ছয় শতাধিক শরণার্থী নিয়ে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ১৭৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আরও ৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া মিশরের ভূমধ্যসাগর থেকে শতাধিক শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়।  

২১ সেপ্টেম্বর (বুধবার) দেশটির নাইল ডেল্টা বন্দর থেকে ১২ কিলোমিটার দূরে শরণার্থীবাহী নৌকা ডুবির ঘটনাটি ঘটে।  

এরআগে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১১৫ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় উদ্ধারকর্মী ও মৎসজীবীরা জানায়, এ পর্যন্ত ১৬৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো কতজন উদ্ধারের বাকী তা কেউ সঠিক করে বলতে পারেননি।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) জানিয়েছে, এ ঘটনা আমরা তদারকিতে রেখেছি এবং ধারণা করছি ৩০০ শরণার্থীর সবাই বিভিন্ন স্থান থেকে এসেছেন।  

দেশটির সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নৌকাডুবির ঘটনার কয়েকদিনে শতাধিক শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে কয়েক ডজন মানুষ ভয়েই প্রাণ হারিয়েছেন।

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ওই শরণার্থীরা ‘অবৈধভাবে’ অনুপ্রবেশের চেষ্টা করেন বলে উল্লেখ করেছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।