ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দুবাই এয়ারপোর্টে ড্রোন কাণ্ড, আধঘণ্টা বন্ধ কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
দুবাই এয়ারপোর্টে ড্রোন কাণ্ড, আধঘণ্টা বন্ধ কার্যক্রম

ঢাকা: দুবাই বিমানবন্দরের এয়ার স্পেসে ‘মালিকবিহীন’ একটি ড্রোনের বিচরণ ‘কাণ্ডে’ প্রায় আধঘণ্টা এয়ার ট্রাফিক বন্ধ রাখতে হয়েছে কর্তৃপক্ষকে। গত চার মাসে এ ধরনের ঘটনা এটি দ্বিতীয়।

 
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইটে জানায়, ‘ড্রোন কাণ্ডে’ বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরটি মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় ০৪০৮ মিনিট থেকে ০৪৩৫ মিনিট পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখে।  

তবে এ ধরনের কর্মকাণ্ড কমিয়ে আনার বিষয়ে সর্তক দৃষ্টি রাখার কথাও বলা হয় টুইটে।  

‘নিরাপত্তা আমাদের কাছে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় এবং কোনো ধরনের ইউএভি (আনমেনড এরিয়াল ভেহিক্যাল) বিমানবন্দর বা প্লেন অবতরণ করে এমন পাঁচ কিলোমিটারের মধ্যে এ ধরনের কার্যক্রম কোনোভাবেই অনুমোদিত নয়’।

বিষয়টি অমান্য করে যারা এ ধরনের কাজ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সংযুক্ত আরব আমিরাত, টুইটে উল্লেখ করা হয়।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বের প্রায় একশ’টি এয়ারলাইন্সের ২৬০টি ফ্লাইট প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়, যার মধ্যে রয়েছে নিজস্ব এয়ারলাইন্স এমিরেটসের ফ্লাইট।

২০১৫ সালে বিমানবন্দরটি ব্যবহার করে ৭ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন গন্তব্যে পৌঁছেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।